Shahida Anwar Welfare Foundation

sawf5859@gmail.com

আমাদের গন্তব্য

শাহিদা আনোয়ার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এস এ ডব্লিও এফ) একটি অরাজনৈতিক অলাভজনক বেসরকারি স্বে”ছাসেবী কল্যাণধর্মী সংস্থা। বাংলার ষড়ঋতুর বৈচিত্র্যময় লীলা এবং এর নৈসর্গিক রূপবৈচিত্র্য বাঙালি সংস্কৃতিকে দিয়েছে এক স্বতন্ত্র মহিমা। এ দেশের প্রান্তিক জনপদে বসবাসরত লোককারিগর, লোককবি, লোকমনীষা, লোকশিল্পী প্রমুখ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বহমান রাখতে বংশ-পরম্পরাগতভাবে মূল ভূমিকা পালন করে এসেছেন। বিষয়টি বিবেচনায় রেখে লোকসমাজের মানুষদের নিয়ে সংস্থাটি কার্যক্রম পরিচালনা করবে।

আমাদের গন্তব্য

বাঙালির শত-সহস্র বছরের গর্ব করার মতো অতীত ইতিহাস যেমন আছে; তেমনি রয়েছে বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। এই সাংস্কৃতিক ঐতিহ্য, আচার-অনুষ্ঠান ও জীবনাচারের মধ্যে খুঁজে পাওয়া যাবে বাংলার অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও মানবিক মূল্যবোধের অসংখ্য দৃষ্টান্ত। কিš‘ বিশ^ায়ন প্রক্রিয়া জোরদার হওয়ায় দ্রুত সামাজিক পরিবর্তন এবং বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যেও বহুকিছু ক্রমান্বয়ে বিলুপÍ হ”েছ; এর ফলে নতুন প্রজন্ম এদেশের গৌরবোজ্জ্বল সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হারা”েছ। তাই এসব ঐতিহ্যের যাঁরা ধারক-বাহক তাঁদের গুরুত্ব তুলে ধরে এঁদের বংশ-পরম্পরা গতজ্ঞান ও সৃষ্টিশীল কাজকে সংরক্ষণ করার জন্য সুপরিকল্পিত ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রান্তিক সমাজের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর লোক কারিগর ও লোকশিল্পীরা যাতে নিজনিজ ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষা করে সমসাময়িক রুচি ও চাহিদা অনুযায়ী ঐতিহ্যিক উপাদান-উপকরণের উন্নয়নে সৃজনশীল কাজ করে যেতে পারে তার জন্য নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশ গঠনের অঙ্গীকার নিয়ে লোকসমাজের পাশে থেকে সংস্কৃতি ক্ষেত্রে ভূমিকা রাখবে-এই প্রয়াস চালানো।